স্টাফ রিপোর্টার:
চৈত্রের কড়া রোদের মাঝে প্রবালদ্বীপ সেন্টমার্টিন গিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরি। কিন্তু এই কড়া রোদে সেখানে কী করছেন তারা?
এ প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় পূজা চেরির সঙ্গে। এ অভিনেত্রী বলেন, ‘‘সেন্টমার্টিনে সিনেমার গানের শুটিং করছি। ‘শান’ সিনেমার একটি গানের শুটিং বাকি ছিল। গতকাল সেন্টমার্টিন এসেছি। কড়া রোদের মধ্যেই এখানে শুটিং করছি।
আগামী ঈদুল ফিতরে ‘শান’ সিনেমা মুক্তির পরিকল্পনা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। এর গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।
এ সিনেমার পরিচালক রাহিম বলেন, ‘‘শান’ সিনেমার শুটিং গত বছরই শেষ করেছি, শুধু একটি গানের কাজ বাকি ছিল। বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে কাহিনি। নির্মাণ কাজও বেশ ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। আগামী ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে।
ফিল্মম্যানের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন—তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ।