1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

মানিকগঞ্জে উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান গাইলেন জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৮২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি :
মানিকগঞ্জে উপজেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিলেন দেশবরেণ্য কন্ঠশিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম। গেলো রোববার রাতে জেলা প্রশাসন কর্তৃক মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত উপজেলা ভিত্তিক এই প্রতিযোগিতায় তিনি সিংগাইর উপজেলার পক্ষে লোকসঙ্গীত বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

এছাড়াও দর্শকদের অনুরোধে তিনি আরও দুটি গান পরিবেশন করেন।

 

সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, ‘জয়-পরাজয় বড় নয়। নিজ জন্মভূমি

সিংগাইর উপজেলার হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আমি মনে করি, এটি আমার দায়িত্ব ছিলো। আমি জেলা প্রশাসনকে এই ধরণের প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। কেননা, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান শিল্পীরা উঠে আসবেন। তারা আরও বড় যায়গায় তাদের প্রতিভা মেলে ধরতে পারবে।’

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জেলার সকল উপজেলা সাংস্কৃতিক দল।’

তিনি আরো বলেন, ‘জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং প্রতিভাবান শিল্পী খূঁজেবের করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে সমাপনী দিন আগামী ২৮ মার্চ, সকল বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং প্রাইজমানি দেওয়া হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষা করতে আগত দর্শকদের মাঝে মাস্ক বিতরণসহ নির্দেশনা দেয়া হচ্ছে।’

এই প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে জেলা প্রশাসন, জেলা পরিষদ, মানিকগঞ্জ পৌরসভা ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন-মানিকগঞ্জ ড্রামা সার্কেল, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, সপ্তসুর, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ, শিল্পরথ, বর্ণণ আবৃত্তি চক্র, টিচার্স ড্রীমসহ বেশ কয়েকটি সংগঠন।

 

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের পাশাপাশি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা আখতার নাসরীন,সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানাসহ নানা-শ্রেণী-পেশার বিপুল সংখ্যক দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রসঙ্গত, সিংগাইর উপজেলা দলের পরিবেশনায় ছিলো-রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বাউল গান।##

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury