ফাইল ছবি
ভারতীয় ছবিতে সেরা অবদানের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। আর ২০২১ সালে এই পুরস্কারে সম্মানিত হচ্ছেন সুপারস্টার রজনীকান্ত। ভারতীয় ছবিতে তার অসামান্য অবদানের জন্য ৫১তম দাদা সাহেব পুরস্কার পাচ্ছেন তিনি।
মূলত দক্ষিণী ছবির সুপারস্টার তিনি। তবে বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনেতা, প্রযোজক রজনীকান্তের খ্যাতি অসীম এবং দক্ষিণ সাম্রাজ্য ছাড়িয়ে তার জনপ্রিয়তা দেশব্যাপী। থালাইভা অর্থাৎ নেতা হিসেবে তাকে সম্বোধন করা হয়। এতটাই তিনি সকলের প্রিয়।
তাকে দাদা সাহেব সম্মানে ভূষিত করা হচ্ছে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ২০১৯ সালে দাদা সাহেব ফালকে সম্মান পান অমিতাভ বচ্চন।
উল্লেখ্য অমিতাভ ও রজনীকান্ত খুব ভাল বন্ধু। তাঁদের ছবি ‘হাম’ এখনো বলিউডের সর্বকালের সেরা বিনোদন ছবি বলে মনে করা হয়।