ঢালিউডের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া প্রয়োজন পড়ে। কিন্তু আজ (৮ এপ্রিল) সকাল পর্যন্ত কবরীর জন্য আইসিইউ খুঁজে পাওয়া যায়নি। পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ। ভোররাত থেকে ম্যাডামের অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছিলো। অবশেষে তাকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, হঠাৎ খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন কবরী। পারিবারিক চিকিৎসকের পরামর্শমতো নমুনা পরীক্ষা দেন। গেলো ৫ এপ্রিল দুপুরে রিপোর্ট হাতে পেয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি।
/মহিদ