বলিউড ‘কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার পরবর্তী সিনেমা ‘থালাইভি’। সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছেন নির্মাতারা।
প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত সিনেমা ‘থালাইভি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। আগামী ২৩ এপ্রিল এটি মুক্তির কথা থাকলেও বর্তমানে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়া তা পেছানো হয়েছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে নির্মাতাদের দেওয়া বিবৃতি পোস্ট করেছেন কঙ্গনা। এতে লেখা রয়েছে, ‘থালাইভি ট্রেইলার প্রকাশের পর আপনারা যে অসাধারণ ভালোবাসা দেখিয়েছেন আমরা কৃতজ্ঞ। টিম হিসেবে আমরা এই সিনেমা তৈরি করতে অনেক ত্যাগ স্বীকার করেছি। এজন্য সকল কলাকুশলীদের ধন্যবাদ।
এতে আরো লেখা রয়েছে, ‘যেহেতু সিনেমাটি একাধিক ভাষায় তৈরি, তাই একই দিনে সব স্থানে মুক্তির পরিকল্পনা রয়েছে। কিন্তু আমাদের সিনেমা ২৩ তারিখে মুক্তির জন্য প্রস্তুত থাকলেও কোভিড-১৯ প্রকোপ বেড়ে যাওয়ায়, লকডাউন ও অন্যান্য সতর্কতার ক্ষেত্রে সরকারকে সহযোগিতার জন্য আমরা থালাইভি সিনেমার মুক্তি স্থগিত করছি। যদিও আমরা তারিখ পরিবর্তন করছি কিন্তু আশা করব আপনাদের কাছ থেকে তখনও একই ভালোবাসা পাবো। নিরাপদ থাকুন এবং সকলের সহযোগিতা চাই।
এএল বিজয় পরিচালিত ‘থালাইভি’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এই সিনেমায় জয়রাম জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। কঙ্গনা ছাড়াও এতে আরো অভিনয় করছেন— অরভিন্দ স্বামী, প্রকাশ রাজ, মাধু ও ভাগ্যশ্রী।
/মহিদ