যুজবেন্দ্র চাহালের বল অফসাইডে পাঠিয়ে ১ রান নেওয়ার জন্য ডাক দিলেন ক্রিস লিন। সতীর্থর ডাকে সাড়া দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ফিল্ডিংয়ে বিরাট কোহলি ছিলেন ক্ষিপ্র।
কোহলির নাগালে বল দেখে নিজের ডাক ফিরিয়ে নিলেন লিন। কিন্তু ততক্ষণে মাঝক্রিজে রোহিত। লিনের ভুলে রান আউটে শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের প্রথম ইনিংস। সাজঘরে ফেরার আগে ১ ছক্কা ও চার মেরেছিলেন। মনে হচ্ছিল তার ব্যাট থেকে আসবে দারুণ কিছু। কিন্তু লিনের ভুলে ওলটপালট সব।
আইপিএলের প্রথম ম্যাচে নিজ দলের অধিনায়ককে এমন রান আউট করিয়ে অনুতপ্ত লিন। তার ব্যাট থেকে এদিন ৪৯ রান আসলেও অসি ওপেনার ভয়ে আছেন, ‘আরেকটি সুযোগ আসবে তো?’
৩১ বছর বয়সী লিন মনে করেন, ম্যাচে এমন ভুল মোটেও আদর্শ নয়। ম্যাচ শেষে বলেন, ‘আমি কিছুটা হলেও নার্ভাস ছিলাম। কারণ মুম্বাইয়ের হয়ে এটা আমার প্রথম ম্যাচ। আবার রোহিতের সঙ্গে প্রথমবার ব্যাটিং করছি। এমন ভুল ম্যাচে ঘটে তবুও আদর্শ নয়। এটা এমনও হতে পারত আমি আমার উইকেট ছেড়ে আসতে পারতাম। তাহলে রোহিত টিকে যেত। কিন্তু পরিস্থিতি তেমনও ছিল না।’
লিন আরও বলেন, ‘প্রথম ম্যাচ বলেই আমি বাড়তি চাপ নিয়ে ছিলাম। এটা মোটেও ঠিক হয়নি। নিজের অধিনায়ককে রান আউটও করিয়েছি। আমার প্রথম ম্যাচ-ই কী আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে (হাসি) । রান আউটটা না হলে অনেক ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছিলাম। রোহিত থাকলে এ ব্যবধান কমে যেত।’
আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল তারা হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস মুম্বাই ইন্ডিয়ান্সকে। আগে ব্যাটিং করে মুম্বাই ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে ইনিংসের শেষ বলে ২ উইকেটে জয় পায় বেঙ্গালুরু।