1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

লকডাউনের আগে পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

লকডাউনের আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থা ও সব পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।

রোববার (১১ এপ্রিল) গণমাধ‌্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে শ্রমিক অধিকার পরিষদ জানায়, গত বছরের পুনরাবৃত্তি দেখতে চায় না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনা সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাগ বেতনের নিশ্চয়তা এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা জরুরি। এর আগে, করোনার প্রথম ধাক্কায় শ্রমিকরা যে বিপর্যয়ে পড়েছিল তা এখনও কাটিয়ে উঠতে পারেনি।

সংগঠনটি জানায়, গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রণোদনা পেয়েছেন, তবে শ্রমিকদের জীবন জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবেন না। গত বছরের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয়, এজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ প্রসঙ্গে শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহব্বায়ক আরমান হোসাইন বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। লকডাউন পরিস্থিতিতে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা ও শতভাগ বেতন দিতে হবে সরকারকে। কার্ডের মাধ্যমে লকডাউনের আগেই শ্রমিকদের ঘরে ঘরে রেশনের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury