1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

যেভাবে আপনি পাবেন মুভমেন্ট পাস

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫৮৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

১৪ থেকে ২১ এপ্রিল দেশে চলবে কঠোর লকডাউন। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।  তবে সর্বাত্মক লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে যেতে লাগবে পুলিশ পাস। এজন্য নিতে হবে ‘মুভমেন্ট পাস’।  দেশের যেকোনো নাগরিক এই পাস নিয়ে লকডাউনের সময় বাইরে যেতে পারবেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে এই মুভমেন্ট পাস অ্যাপের  উদ্বোধন  করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

যেভাবে আবেদন করা যাবে

১) আবেদনকারীকে (movementpass.police.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে।

২) শুরুতে একটি সংক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে।  আবেদনকারী কোথা থেকে কোথায় যাবেন, তা জানতে চাওয়া হবে।  বক্সে সেই তথ্য দিতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফর্মে আবেদনকারীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে। সেই তথ্য ধাপে ধাপে প্রদান করতে হবে। এরপর আবেদনকারীকে একটি ছবি আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।

৩) জমা দেওয়া ফর্মে আবেদনকারীর প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে movementpass ইস্যু করা হবে। ওয়েবসাইট থেকে পাসটি ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

৪) চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে ‘পাস’ প্রদর্শন করতে হবে।

 

 

করোনা সংক্রমণের ভয়াবহ বিস্তার রোধে চলমান লকডাউনে প্রয়োজনীয় চলাচল নিশ্চিত করতে movementpass অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে পাস সংগ্রহ করার জন্য দেশের নাগরিকদের অনুরোধ করা যাচ্ছে। এই সময় অনিয়ন্ত্রিত চলাচল রোধে নাগরিকদের কাছ থেকে পুলিশ আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury