1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৬২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

সৌ‌দি প্রবাসী‌দের সুশৃঙ্খলভা‌বে টি‌কিট দেওয়ার জন‌্য টো‌কেন পদ্ধ‌তি চালু ক‌রে‌ছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিগত দুই‌দিন টি‌কিট দেওয়ার ক্ষে‌ত্রে বিশৃঙ্খল প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে রোববার (১৮ এ‌প্রিল) থে‌কে এ পদ্ধ‌তি চালু করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৯ এপিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভেতরে সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সকাল সা‌ড়ে ১০টা থেকে রোববার টি‌কিট সংগ্রহকারী যাত্রী‌দের টিকিট দেওয়া শুরু হয়।

টি‌কিট পাওয়া যাত্রী‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, টো‌কেন পদ্ধ‌তি চালু করার ফ‌লে স্বাস্থ‌বি‌ধি মে‌নে টি‌কিট দি‌চ্ছে সৌ‌দি এয়ালাইন্স। সকাল থে‌কে যারা টি‌কিট পে‌য়ে‌ছেন, তা‌দের‌কে মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের ফ্লাইটের টি‌কিট দেওয়া হ‌চ্ছে।

ত‌বে ‌যেসব যাত্রী‌দের টি‌কিট দেওয়া হ‌চ্ছে, তা‌দের‌কে সোমবার ক‌রোনা টে‌স্টের রি‌পোর্টসহ এয়ার‌পো‌র্টে যেতে ব‌লে‌ছে সৌ‌দি এয়ালাইন্স কর্তৃপক্ষ।

এর আ‌গে লকডাউনের মধ্যে সোমবার ভোর থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা টিকিট পেতে প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলের সামনের সড়কে ভিড় করেন। তবে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু করার পর তাদেরকে সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন বলেন, ‘সকাল থেকেই টিকিট দেওয়া শুরু করেছি। অ‌পেক্ষারত সকল যাত্রী‌দের টি‌কিট দেওয়া হ‌বে।

টিকিট পাওয়া টাঙ্গাইল থে‌কে আসা সৌদি প্রবাসী যাত্রী মো. ইউসুফ বলেন, ‘আমি টিকিট নিতে টাঙ্গাইল থেকে সকালে ঢাকায় এসেছি। আমাকে মঙ্গলবা‌র দিবাগত রা‌তের টিকিট দেওয়া হয়েছে।

কু‌মিল্লা থে‌কে আগত যাত্রী আবুল কা‌শেম  বলেন, ‘আমাকে মঙ্গলবা‌রের টিকিট দেওয়া হয়েছে।

একইভা‌বে জামালপুর থে‌কে আসা সৌ‌দি প্রবাসী যাত্রী রা‌সেল মাহমুদ‌ও মঙ্গলবারের টি‌কিট পে‌য়ে‌ছেন।

এ‌দি‌কে, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দা‌য়িত্বরত হা‌তির‌ঝিল থানার উপ-প‌রিদর্শক মিনহাজুল ইসলাম ব‌লেন, ‘সৌ‌দি প্রবাসী যাত্রী‌দের সকাল থে‌কে টি‌কিট দেওয়া হ‌য়ে‌ছে। স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে শৃঙ্খলার স‌ঙ্গে টি‌কিট দেওয়া হ‌চ্ছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury