স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে আক্রান্তের ক্ষেত্রে ঢাকার চিকিৎসা মানিকগঞ্জেই সম্ভব এই প্রত্যয়কে সামনে রেখে কাজ করছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে করোনা রোগীদেও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রসাশনের কক্ষে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জেলাপ্রশাসনের পক্ষ হতে আরো অধিক সংখ্যক কোভিড-১৯ ডেডিকেটেড আইসিইউ বেডে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে । জেলা প্রসাশনের পক্ষ থেকে জেলা প্রসাশক এসএম ফেরদৌস জেলা সদর হাসপাতালকে অক্সিজেন ফ্লো মিটার উপহার দেন। এ সময় জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক আরশেদ আলী ও সিভিল সার্জন জনাব আনোয়ারুল আমিন আকন্দ উক্ত উপহারসমূহ গ্রহন করেন।
জেলা প্রসাশন জানায় জেলা সদর হাসপাতালে অক্সিজেন ফ্লো মিটার সরবরাহের ফলে আরো অধিক সংখ্যক কোভিড-১৯ ডেডিকেটেড আইসিইউ বেডে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া ইতপূর্বে জেলা প্রসাশনের পক্ষ থেকে জেলা সদরও হাসপাতালে “হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা” স্থাপন করা হয়েছে।