কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা কিচা সুদীপ। বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, অজয় দেবগনকে অপছন্দ করেন তিনি।
বিচা সুদীপ বলেন, ‘বলিউডে আমার ক্রাশ কাজল। অভিনেতা অজয় দেবগন তাকে বিয়ে করেছেন এজন্য তাকে আমি অপছন্দ করি। আগে থেকেই কাজলকে অনেক পছন্দ করি। ম্যাগাজিন, পোস্টার বা অন্য যে কোনো জায়গায় তার ছবি পেলে কেটে কেটে রেখে দিতাম। এক সময় আমার কাছে তার ছবি নিয়ে বানানো ৩০ থেকে ৪০ টি বই ছিল। বইয়ের প্রতিটি পাতায় শুধু তার ছবি ছিল।
এই অভিনেতা জানান, এখনো কাজলকে তার পছন্দের কথা বলতে পারেননি তিনি। কারণ কাজল এখন বিবাহিত।
বলিউডের ‘দাবাং থ্রি’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন কিচা সুদীপ। এতে খল চরিত্রে দেখা গেছে তাকে। তার পরবর্তী সিনেমা ‘কোতিগোব্বা থ্রি’। সিনেমাটির কাজ শেষ হয়ে মুক্তির অপেক্ষায়। এছাড়া ‘বিক্রান্ত রোনা’ ও ‘কবজা’ সিনেমায় দেখা যাবে তাকে।
/মহিদ