স্টাফ রিপোর্টার:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারে ২টি ফেরি চলাচল করছে। এ ফেরিতেও বেশ কিছু যাত্রীও পার হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে সাধারণ পণ্যবাহী ট্রাকের চাপ ছিলো। এছাড়া, সারাদিনে জরুরি পরিষেবার আওতায় যানবাহন পারাপারের সময় যাত্রীদের পার করা হয়েছে। বিকেলে সব ফেরি চালুর সিদ্ধান্ত নিলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে আগের নিয়মেই ফেরি চলবে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এছাড়া, ২৪ ঘণ্টায় জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।
তিনি জানান, আজ সকালে পাটুরিয়া থেকে ২টি ফেরি লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ফেরিতে কিছু যাত্রীও গেছেন। তবে ঘাট এলাকায় তেমন যাত্রীর চাপ নেই।