শুরুতে শাহরুখ খানকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। তবে তিনি রাজি হননি। পরবর্তী সময়ে আমির খান এতে অভিনয়ের সম্মতি দেন। কিন্তু চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর তিনিও চরিত্র নিয়ে সন্তুষ্ট নন বলে জানান। এরপর হৃতিক রোশান অভিনয় করবেন শোনা গেলেও তিনিও নাকি নির্মাতাদের ‘না’ করেছেন।
বলিউডলাইফ ডটকম জানিয়েছে, খুব শিগগির ডিটিটাল প্ল্যাটফর্মে পা রাখবেন হৃতিক। বর্তমানে সেটি নিয়েই ব্যস্ত তিনি। এজন্য ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকের জন্য শিডিউল দিতে পারছেন না। পরবর্তী সময়ে এটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক।
হিন্দি ভাষায় সিনেমাটি প্রযোজনা করছেন নিরাজ পান্ডে। পরিচালনা করবেন প্রকাশ গায়ত্রী। তামিল সিনেমাটিও তিনি পরিচালনা করেছিলেন। এতে অভিনয় করছেন সাইফ আলী খান।
হৃতিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘কৃষ ফোর’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
/মহিদ