এস এম আকরাম ঃ
স্বাস্থ্য ন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশেই টিকা তৈরি হবে। সেই আলোকেই আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমেরিকা ও ভারত থেকে টিকা আনার জোড় চেষ্টা চলছে।শনিবার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় মন্ত্রীর বাগানবাড়িতে প্রশাসন ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশে এখন দেড় হাজার করোনার রোগী আছে, আর আমাদের বেড খালি আছে সাড়ে ১০ হাজার। কাজেই সেদিকে আমরা ভাল অবস্থানে আছি। আমাদের কোন লোক হাসপাতালের বারান্দায় দাপিয়ে মারা যায়নি, আমাদের লোকজন হাসপাতালের প্রাঙ্গনে জীবন দেয়নি। আমরা আশাকরি আগামী অল্প দিনে টিকার ব্যবস্থা হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল আমিন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম,
যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণত সম্পাদক ওজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু সাধারণ সম্পাদক বিপ্বব চর্ক্রবর্তী, সাবেক সাধারণত সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল আলম লিটন, সাধারন সম্পাদক মো আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।