এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঈদ ফেরত মানুষের ঢল নেমেছে। তবেকোন দুর্ভোগ ছাড়াই ফেরিতে পারাপার হয়ে বিভিন্ন যানবাহনে করে গন্তব্য স্থলে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ঘাটে দুই একটি ফেরি ছাড়া অন্য ফেরিগুলো দৌলতদিয়া প্রান্তে গিয়েছে যানবাহন ও যাত্রী আনতে।কারন ঈদ ফেরত মানুষেরা কর্মস্থলে যোগ দিতে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে ঢাকায় যাওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে ভীর করছে।
কুষ্টিয়া থেকে আসা সোহেল রানা নামের এক যাত্রী বলেন, বাসে তার কাছ থেকে কয়েকগুন বেশি ভাড়া নিচ্ছে চালকরা।
পাটুরিয়া ঘাট আবির হোসেন নামের এক যাত্রী বলেন, সরকার গণপরিবহন বন্ধ রাখায় তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। করোনা সংক্রমনরোধে গণপরিবহন বন্ধ রাখলেও মানুষ কিন্তু ঠিকই ভেঙে ভেঙে বিভিন্ন উপায়ে বাড়ি যাচ্ছ। বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি সামাজিক দুরত্ব মানচ্ছে না। গণপরিবহন দ্রুত খোলে দেওয়ার দাবী জানান
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান বলেন, ঘাটে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ফেরি পেতে যাত্রীদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না