এমন খবর ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা প্রতিষ্ঠিতই হয়ে গেছে, মৌসুম শেষে আবারো বিদায় নিচ্ছেন জিদান। তবে রোববার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিদান সেই খবরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জিদান বলেন, এখন আমি কিভাবে ফুটবলারদের বলতে পারি যে আমি চলে যাচ্ছি? শিরোপা জয় করার জন্য আমরা নিজেদের উজাড় করে দিচ্ছি। এমন একটা সময়ে কিনা ওদেরকে বলে দেব, আমি চলে যাচ্ছি!
তিনি আরো বলেন, ক্লাবের বাইরের লোকেরা যা খুশি বলতে পারে। কিন্তু আমি আমার ফুটবলারদের কখনোই এরকম কিছু বলব না, কখনোই না। মৌসুম শেষ হলে দেখা যাবে, কী হয়। তবে এই মুহূর্তে আমাদের মনোযোগ শুধু শেষ ম্যাচে। শুধু আমার ভবিষ্যৎ নিয়ে আমরা কথা চালিয়ে যেতে পারি না। এটির চেয়ে মৌসুমের শেষ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।