স্টাফ রিপোর্টার :
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান ঐক্য পরিষদের সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্ত।
বিবৃতিতে রোজিনা ইসলামের আশু মুক্তির দাবি জানিয়ে তারা বলেন, জোরপূর্বক মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানিমূলক মামলায় জড়িয়ে তাকে কারাগারে প্রেরণ সাংবাদিকদের স্বাধীনতার বিরুদ্ধাচারণ এবং এ ঘটনা সরকারের ভাবমূর্তির অন্তরায়।
এ সাংবাদিককে হেনস্তার বিরুদ্ধে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয় বিবৃতিতে।