মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইর সরকারি কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির নেতৃত্বে শোকসভা ও তার পরিবারকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেছেন সিংগাইর উপজেলা আওয়ামীলীগ।

গত ঙ্গলবার(১৮ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে যুগ্ন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ এর সঞ্চালনায় জয়মন্টপ ভাকুম এলাকার বাউল মঞ্চে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন,সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর রহমান শাহিন,নিহত মিরুর পিতা আব্দুল কাদের।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সিংগাইর থানা অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার,বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মনিরুজ্জামান হিরু,আনোয়ারা খাতুন,যুগ্ন সম্পাদক মো.সায়েদুল ইসলাম,সাংগঠনিক মো.ওবায়দুল হক,হাজী আব্দুল বারেক খান,সেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ওবায়দুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে নিহত ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মিরুর পরিবারের হাতে ১০ লক্ষ টাকা চেক তুলে দেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি।
উল্লেখ্য-গত (১ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে স্থানীয় সংসদ সদস্যর বাড়ি থেকে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় ফারুক হোসেন মিরু সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরের দিন (২ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা¯’ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।