ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিততে হলে শেষ ম্যাচ জিততে হতো প্যারিস সেন্ত জার্মেইকে (পিএসজি)। কেবল জিতলেই হতো না, পাশাপাশি প্রার্থনা করতে হতো লিঁলের পয়েন্ট খোয়ানোর। শেষ ম্যাচে পিএসজি জয় পেয়েছে ঠিকই, কিন্তু পয়েন্ট হারায়নি লিঁলে। তাতে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ১.৫৮ বিলিয়ন ডলারের দল পিএসজিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে লিঁলে।
৩৮ ম্যাচ থেকে লিঁলের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৮২ পয়েন্ট। রোববার রাতে ব্রেস্টের বিপক্ষে পিএসজি জয় পেয়েছে ২-০ গোলে। আর লিঁলে ২-১ গোলে হারিয়েছে অ্যাঞ্জার্সকে।
ব্রেস্টের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৭১ মিনিটে কালিয়ান এমবাপের গোলে ব্যবধান বাড়ে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
এদিকে শিরোপা জয়ের ম্যাচে ১০ মিনিটেই এগিয়ে যায় লিঁলে। এ সময় জনাথন ডেভিড গোল করে এগিয়ে নেন দলকে। আর বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে বুরাক ইলমাজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর অবশ্য লিঁলে আর কোনো গোল পায়নি। উল্টো যোগ করা সময়ে (৯০+২) অ্যাঞ্জার্সের অ্যাঙ্গেলো ফুলগিনি গোল করে ব্যবধান কমান। কিন্তু হার এড়াতে পারেননি, পারেননি লিঁলেকে চ্যাম্পিয়নশিপ জেতা থেকে রুখতে।
/মহিদ