1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

বৃষ্টির চোখ রাঙানিতে শীর্ষে ওঠার হাতছানি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সিরিজে সূচনা করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের দল এগিয়ে ১-০তে। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পালা।

মঙ্গলবার (২৫ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতলেই সিরিজ জয়ের সঙ্গে উন্নতি ঘটবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে।

৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ স্থানে। আজ জিতলেই লাল সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়া-পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে উঠে যাবে শীর্ষে। এই তিন দলের প্রত্যেকটির পয়েন্ট ৪০ করে।

এই দিনে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হতে পারে বৃষ্টি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাও। সোমবার দিবাগত রাতে ঢাকায়ও বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আজ দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়ার্ল্ড ওয়েদারের প্রতিবেদন অনুযায়ী মিরপুরে দুপুর ১টায় দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৩টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। বৃষ্টি হবে দশমিক ৭ মিলিমিটার। এরপর ৪টা, ৫টা ও সন্ধ্যা ৬টায় যথাক্রমে দশমিক ৬, ৪, ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাত ৮টার দিকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩ থেকে ১৭ কিলোমিটারের মধ্যে ওঠানামা করতে পারে। দুপুর ১ টায় খেলা শুরু। আর আবহাওয়া বার্তানুযায়ী তখন থেকে পুরো দিনের বৃষ্টির সম্ভাবনা। আইসিসির নিয়মানুযায়ী কমপক্ষে ২০ ওভার করে খেলা মাঠে গড়াতে হবে। সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত হওয়ার বিষয়টি মাথায় নিয়েও নামতে হবে।

বৃষ্টি ছাড়াও বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে একাদশ নির্বাচন। সমস্যা ওপেনিংয়েই। সর্বশেষ চার ওয়ানডের মধ্যে লিটন দাসের দুটি শূন্য ভাবাচ্ছে দলকে। এক্ষেত্রে লিটনকে বাদ দেওয়া হবে নাকি আরেকটি সুযোগ পাবেন সেটি দেখার বিষয়। তবে বাদ পড়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে দলে ঢুকতে পারেন সৌম্য সরকার।

অন্যদিকে প্রথম ওয়ানডেতে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরা মোহাম্মদ মিথুনও হারাতে পারেন সেরা একাদশের জায়গা। তবে লিটনের মতো তার বাদ পড়ার সম্ভবনা কম।  মিথুন যদি একাদশে সুযোগ না পান তাহলে বাংলাদেশ খেলাতে পারে মোসাদ্দেক হোসেনকে।

এ ছাড়া আছে ইনজুরি শঙ্কাও। প্রথম ম্যাচে ডান পায়ে আঘাত পেয়ে (ক্র্যাম্প) উঠে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। পরে ১০ মিনিট পর মাঠে নামলেও বল করেছেন ছোট রানআপে। মোস্তাফিজকে খেলানো নিয়েও টিম ম্যানেজম্যান্টকে ভাবতে হবে। প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে কাটার মাস্টার দারুণ ভূমিকা রেখেছিলেন। তাকে বিশ্রামে দিলে তাসকিন আহমেদের সঙ্গে দেখা যাবে পেসার শরিফুল ইসলামকে।

এ ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তামিমদের সামনে দারুণ সুযোগ- আজ জিতেই সিরিজ নিজেদের করে নেওয়ার, সঙ্গে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠা। বৃষ্টির চোখ রাঙানি আর একাদশ নির্বাচনের ঝক্কি উপেক্ষা করে তা কী পারবেন তামিম-সাকিবরা? এ জন্য অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

 

/মহিদ

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury