স্টাফ রিপোর্টার :
করোনায় কর্মহীন শ্রমিকদের খাদ্য, চিকিৎসা, অর্থ সহায়তার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। পাশাপাশি শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা নিশ্চিত ও সার্বজনীন পেনশন চালু করতে বাজেটে নিয়মিত বরাদ্দ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
শুক্রবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, নির্বাহী সদস্য আফজাল হোসেন, ঢাকা নগর কমিটি ও বোম্বে সুইটস কোম্পানি লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি রতন মিয়া, বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেল ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ প্রমুখ।
নেতারা বলেন, করোনার সংক্রমণে সাধারণ জীবনযাত্রা যখন স্থবির সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা উৎপাদনের চাকা সচল রাখায় করোনা দুর্যোগকালীন সময়েও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, জিডিপি বৃদ্ধি পেয়েছে।
২০১৯ সালে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার যা গত দুই বছরে ৩১৮ ডলার বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ ডলার হয়েছে। অথচ দেশের সম্পদ বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধির কারিগর শ্রমিকদের আয় বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কমেছে কমপক্ষে ২০ শতাংশ। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে আয় কমে যাওয়ায় প্রায় ৫২ শতাংশ পরিবার প্রতিদিনের খাদ্য ব্যয়ের পরিমাণ কমিয়েছে।
এ অবস্থায় করোনায় কর্মহীন শ্রমিকদের খাদ্য, চিকিৎসা, অর্থ সহায়তা, শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা নিশ্চিত ও সার্বজনীন পেনশন চালু করতে বাজেটে নিয়মিত বরাদ্দ দেওয়ার দাবি জানান নেতারা।