টেস্টে ড্র হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ভারত ও নিউ জিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে কী হবে? এটা তো আর দ্বিপাক্ষিক সিরিজের মতো সাধারণ কোনও ম্যাচ নয়! তাই ম্যাচ ড্র কিংবা টাই অথবা পরিত্যক্ত হলে কে বিজয়ী হবে, সেই প্রশ্নের উত্তর জানতে অধীর অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা প্লেয়িং কন্ডিশন নির্ধারণ করে সেই প্রশ্নের উত্তর দিলো।
আগামী মাসে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে হবে ‘টেস্ট বিশ্বকাপের ফাইনাল’। সেখানে মুখোমুখি হবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দল। প্লেয়িং কন্ডিশন নিশ্চিত করছে ড্র কিংবা টাই হলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এছাড়া ফাইনালের পাঁচ দিনের মধ্যে কোনও প্রতিকূল পরিস্থিতির কারণে সময় নষ্ট হলে খেলা হবে আরও একদিন। ১৮ থেকে ২২ জুন হবে এই ম্যাচ, সঙ্গে রিজার্ভ ডে রাখা হয়েছে ২৩ জুন। এই সিদ্ধান্তগুলো চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই নেওয়া হয়েছিল, তা চূড়ান্ত করা হলো ফাইনালের আগেই।
প্রতিদিনের খেলায় বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কারণে সময় নষ্ট হলে তা পুষিয়ে নেওয়া হবে রিজার্ভ ডেতে। তবে পাঁচ দিনেও ম্যাচের মীমাংসা কিংবা ফল না হলে বিজয়ী নির্ধারণে বাড়তি দিন যুক্ত করা হবে না, তখন ম্যাচ ঘোষণা করা হবে ড্র।
ম্যাচে কোনও সময় নষ্ট হয়েছে কি না তা সবসময় হালনাগাদ করে রাখবেন আইসিসি ম্যাচ রেফারি এবং তা দুই দল ও গণমাধ্যমকে জানাবেন। রিজার্ভ ডেতে খেলার প্রয়োজন রয়েছে কি না তা পঞ্চম দিনের শেষ ঘণ্টায় ঘোষণা করবেন তিনি।
ম্যাচটি গ্রেড ওয়ান ডিউক ক্রিকেট বল দিয়ে খেলা হবে জানিয়েছে আইসিসি।