গরমে ঘামের কারণে আমাদের ত্বকের সঙ্গে সঙ্গে চুলেরও নানা ক্ষতি হয়ে থাকে। এসময় চুল ঝরার সঙ্গে সঙ্গে চুলে খুশকির সমস্যা দেখা দেয়। অনেকেই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে নানা পদ্ধতি অবলম্বন করেন। যা মোটেও কার্যকর হয় না।জানেন কি, উজ্জ্বল, সুন্দর, খুশকিমুক্ত ও দৃষ্টিনন্দন চুল পেতে নিমপাতার ব্যবহার বেশ কার্যকর। চলুন জীনে নেয়া যাক নিম্পাতা কীভাবে ব্যবহার করলে বিরক্তিকর খুশকি থেকে নিস্তার মিলবে-
>> চুলের খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ম্যাসেজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। খুশকি দূর হয়ে যাবে।
>> চুলের জন্য নিম পাতার ব্যবহার অদ্বিতীয়। সপ্তাহে একদিন নিমপাতা ভালো করে বেটে চুলে লাগিয়ে এক ঘণ্টার মতো রাখুন। এবার এক ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।