স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের ‘মা’ ফৌজিয়া মালেকের দাফন কার্য সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার সময় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের জানাযা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহম্মেদ, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, ত্রান বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে হাজারো মানুষ তাকে শেষ বারের মত দেখতে এবং দোয়ার জন্য সমাবেত হন।
উল্লেখ্য,ফৌজিয়া মালেক গতকাল (২৭ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ, কর্নেল মালেক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদ, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সহ রাজনৈতিক বিভিন্ন মহল এবং সামাজিক বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন