বঙ্গবন্ধুকে হত্যার করার পরে শত ষড়যন্ত্র মোকাবিলা করে দীর্ঘ ৬ বছর পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলা ও বাঙালির জন্য দেশে ফিরে এসেছিলেন। মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ।শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। তিনি যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়ে তাদের পূনর্বাসন করে বিদেশের দূতাবাসে চাকরি দিয়েছিলেন। তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছেন। এমনকি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার জন্য নিষেধ করেছিল। শুধু তাই নয় বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার বন্ধ করতে ইনডেমনিটি জারি করেছিল জিয়াউর রহমান। দেশের জনগণ এ ইতিহাস ভুলে যায়নি বলেই বিএনপি আজ জনগণ থেকে প্রত্যাক্ষিত।
আব্দুস সোবহান গোলাপ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল পরিণত হয়েছে। বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়, এখন মধ্যম আয়ের দেশ।
আওয়ামী লীগের এ নেতা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা আবারও শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো ষড়যন্ত্র যেন শেখ হাসিনাকে তার মূল লক্ষ্য থেকে সরিয়ে দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নের ব্যাহত করতে চায়। এরা দেশ ও জাতির শত্রু।
তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।