1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

করোনায় আক্রান্ত রোগীদের জন্য ১০০০ শয্যার ব্যবস্থা করলেন যুবরাজ

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

যুবরাজ সিং


করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা ভারত। বর্তমানে দেশটির দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এমতাবস্থায় করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ভারতের বিভিন্ন হাসপাতালে ১০০০ কোভিড বেডের ব্যবস্থা করতে চলেছেন তিনি।বিষয়টি টুইটারে নিজেই নিশ্চিত করেছেন যুবরাজ সিং।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত এপ্রিল-মে মাসে গোটা ভারতজুড়ে জারি ছিল মৃত্যু মিছিল। পর্যাপ্ত ওষুধ, বেড এবং অক্সিজেনের অভাবে প্রচুর মানুষকে ভুগতে হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল।

এই পরিস্থিতিতে করোনা রোগীদের সাহায্যে এগিয়ে এসেছেন যুবরাজ। জানা গেছে, তার সংস্থা ইউউইক্যান ফাউন্ডেশন-এর সাহায্যে গোটা ভারতের বিভিন্ন হাসপাতালে ১০০০টি করোনা বেডের ব্যবস্থা করা হবে।

এ কথা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে যুবরাজ লেখেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশে খুবই বিধ্বংসী রূপ নিয়েছিল। অনেকেই প্রাণ হারিয়েছেন। অনেক মানুষকে প্রচণ্ড যন্ত্রনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালগুলির জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করতে ১০০০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। আপনারাও আমাদের এই লড়াইয়ে পাশে থাকুন, যেন আমরা আরো অনেক প্রাণ বাঁচাতে পারি।

এর সঙ্গে নিজের ফাউন্ডেশনের একটি ভিডিও লিংকও শেয়ার করেন যুবরাজ। এবারই প্রথম নয়, এর আগেও ব্যক্তিগতভাবে এবং নিজের ইউউইক্যান ফাউন্ডেশন-এর সাহায্যে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছিলেন যুবরাজ। এই খবর সামনে আসতে প্রত্যেকেই তার এই মহৎ পদক্ষেপের প্রশংসা করেছেন।

 

আমার নিউজ ডেস্ক,

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury