ফাইল ছবি
আমার নিউজ ডেস্ক,
অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দিল্লির গীতা কলোনির ‘সিংস মালাই চাপওয়ালে’ নামে এক রেস্তোরাঁর ছবি দেখা যাচ্ছে। জিভে পানি আনা হরেক রকম চাপের নামকরণ করা হয়েছে সানির নামে। একটি পদের নাম হলো ‘সানি লিওন চাপ।’ সানির জনপ্রিয় গান ‘বেবি ডল’ এর নামানুসারে একটি চাপের নাম রাখা হয়েছে ‘বেবি ডল চাপ।
তালিকায় রয়েছে মিয়া খালিফা চাপ’ও। সানি রেস্তোরাঁর ছবিটি শেয়ার করে লিখেছেন ‘এলওএল’।
তবে এমন ঘটনা সানি লিওনের জীবনে প্রথম নয়। এর আগে দিল্লিরই এক রেস্তোরাঁয় সানির নামে মাংসের কাবাবের নাম রাখা হয়েছিল। আর এটি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর নামে নানা রকম মিম বানানো শুরু হয়ে যায়।