নিখিল জৈন ও যশের সঙ্গে নুসরাত জাহান (বাঁ থেকে)
আমার নিউজ ডেস্ক,মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত জাহান—শুক্রবার (৪ জুন) সকাল থেকে এ খবরে সয়লাব টলিপাড়া। দিন গড়াতে জানা গেল, নুসরাত জাহান ১ মাসের অন্তঃসত্ত্বা।
এসব খবরে টলিপাড়া যখন টালমাতাল, ঠিক তখন মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তার দাবি এ সন্তান তার নয়। নিখিলের ভাষায়—‘এ বিষয়ে আমি কিছুই জানি না। নুসরাতের সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’
দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন নিখিল-নুসরাত। যদিও তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি। এরই মধ্যে গুঞ্জন চাউর হয় অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নুসরাত। এতদিন বিষয়টি অস্বীকার করলেও কয়েকদিন আগে প্রেমের কথা স্বীকার করেছেন তিনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তবে কি এ সন্তানের বাবা যশ দাশগুপ্ত?
এ প্রশ্নের উত্তরে মুখ খুলেননি নুসরাত কিংবা যশ। তারা পুরোপুরি ‘স্পিকটি নট’ পলিসি গ্রহণ করেছেন। তবে নুসরাতের ঘনিষ্ঠজন ভারতীয় একটি সংবাদমাধ্যমে দাবি করেছেন—‘অভিনেতা যশ দাশগুপ্ত-নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। নুসরাত ১ মাসের অন্তঃসত্ত্বা।