1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ পাতানো: একবছর পর রাশিয়ার সিজিকোভা আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৭২ বার দেখা হয়েছে

রাশিয়ান নারী টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভা


ফ্রেঞ্চ ওপেনে ডাবলসের প্রথম রাউন্ডে রাশিয়ার ইয়ানা সিজিকোভা ও একাতেরিনা আলেক্সান্দ্রোভা সরাসরি সেটে (৬-১, ৬-১) হেরে গেছেন অস্ট্রেলিয়ান জুটি স্টর্ম স্যান্ডার্স ও আজিয়া টমলিয়ানোভিচের কাছে। গতকালই ফ্রেঞ্চ ওপেন পর্ব শেষ হয়ে গেছে রাশিয়ান টেনিস খেলোয়াড়ের। টুর্নামেন্ট শেষ হলেও প্যারিস ত্যাগ করতে পারছেন না সিজিকোভা।শুক্রবার ম্যাচ পাতানোর সন্দেহে প্যারিসের পুলিশ এই রাশিয়ান নারী টেনিস খেলোয়াড়কে আটক করেছে। এক বছরের পুরোনো অভিযোগে আটক হলেন সিজিকোভা।

ডাবলস র্যাঙ্কিংয়ে ১০১ নম্বর এই টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে গত ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল।

বার্তা সংস্থা এএফপি লিখেছে, স্থানীয় পুলিশের এক সূত্র তাদের এ তথ্য দিয়েছে।

প্যারিসের কৌঁসুলির অফিস থেকেও বলা হয়েছে, ২৬ বছর বয়সী সিজিকোভাকে পুলিশ আটক করেছে। ২০২০ সালে হওয়া গত ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেও বাদ পড়েছিলেন সিজিকোভা। সেবার তার সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গল। সেবার রোমানিয়ার আন্দ্রেয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া টিগের কাছে হেরেছিলেন তারা।

সেবার এ ম্যাচ নিয়ে সন্দেহ জেগেছিল অন্য কারণে। ফ্রেঞ্চ ওপেন বা যেকোনো টুর্নামেন্ট নিয়ে বাজিকরদের বাজি ধরা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেবার ফ্রান্সের বাইরে প্রথম রাউন্ডের এই ম্যাচ নিয়ে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা হয়েছিল।

সেবার দ্বিতীয় সেটের পঞ্চম গেম তদন্তকারীদের আগ্রহ জাগিয়েছে। এই গেমে সিজিকোভা খুবই অস্বাভাবিক দুটি ডাবল ফল্ট (সার্ভ করার সময় টানা দুই ভুল করে পয়েন্ট দেয়া) করেছিলেন।

 

মো: মহিদ 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury