ব্যবসায়ী নিখিল জৈনকে ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। গত ছয় মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি।
গত বছরের অক্টোবরে সুরুচি সংঘের পূজায় অষ্টমীর অঞ্জলি দিতে শেষবার একসঙ্গে দেখা যায় নুসরাত-নিখিলকে। তারপর আর জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যায়নি। ফের মুখোমুখি হতে যাচ্ছেন নুসরাত-নিখিল। আগামী ২০ জুলাই এই দম্পতির দেখা হওয়ার দিন ধার্য হয়েছে। আর স্থান আলিপুর আদালত।
গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, মা হতে যাচ্ছেন নুসরাত জাহান। আর এ সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। এরই মধ্যে নুসরাতের বিরুদ্ধে মামলা করেছেন নিখিল। গত ৭ জুন ভারতীয় একটি সংবাদমাধ্যমে নিখিল জৈন বলেন—‘যে দিন জানলাম, নুসরাত অন্য কারো সঙ্গে থাকতে চায় সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি।’
ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন নিখিল-নুসরাত। তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। আর এজন্য আদালতে মুখোমুখি হতে যাচ্ছেন এই দম্পতি।
/মহিদ