ফাইল ছবি
দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এবার ব্রাজিলে বসতে চলেছে এর আসর। ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি বড় সুসংবাদ।
তবে এই সুসংবাদের মধ্যে পাওয়া গেল এক দুঃসংবাদ। জানা গেছে, এবারের আয়োজনে স্পন্সর হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মাস্টার কার্ড।
বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তারা নিজেদের নাম প্রত্যাহার করেছে।
এদিকে কোপা আমেরিকার স্পন্সর হিসেবে না থাকার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান বিয়ার প্রস্ততকারক প্রতিষ্ঠান আমবেভও।
উল্লেখ্য, ১৯৯২ সালে এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত ছিল মার্কিন প্রতিষ্ঠান মাস্টার কার্ড। তবে ২৯ বছর পর প্রথমবারের মতো তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো।