স্টাফ রিপোর্টার:
সেঞ্চুরির জন্য শেষ ওভারে ১৪ রান তুলতে হতো মুনিম শাহরিয়ারকে। প্রাইম ব্যাংকের পেসার শরিফুল ইসলামের ৪ বল খেলার সুযোগ হয়েছিল তার। কিন্তু আবাহনীর ওপেনার ৬ রানের বেশি করতে পারলেন না। ৯২ রানে অপরাজিত থেকে গেলেন সাজঘরে। ক্যারিয়ারের প্রথম তিন অঙ্কের থেকে ৮ রান দূরে রইলেন তিনি।
তার ৫০ বলে ৯২ রানের ঝড়ো ব্যাটিংয়ে প্রাইম ব্যাংককে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছে আবাহনী লিমিটেড। বিধ্বংসী ইনিংসে ৯ চার ও ৫ ছক্কা হাঁকান তিনি। স্ট্রাইক রেট ১৮৪.০০। প্রিমিয়ার লিগে মুনিম শাহরিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে নাইন্টিজে ঢুকেছেন।
এর আগে মাহমুদুল হাসান জয় ৮৫ ও তানজিদ হাসান ৭৯ রান করেন। ২৯ বলে ফিফটি পেয়েছিলেন তিনি। আক্রমণের ধার বাড়িয়েছিলেন শেষ দিকে। কিন্তু ম্যাজিকাল ফিগারে দেখা পাননি। মুনিম শাহরিয়ার বাদে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন নাজমুল হোসেন শান্ত। নাঈম শেখের ব্যাট থেকে আসে ২৯ রান। মুশফিকুর রহিম ১৪ ও আফিফ হোসেন দ্রুব ১৩ রান করেন।