“মুজিব বর্ষের আহবান,দক্ষ হয়ে বিদেশ যান” এই স্লোগানে মানিকগঞ্জে বিদেশগামী ১১৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন পৌর মেয়র রমজান আলী।
সোমবার সকালে শহরের বান্দুটিয়া এলাকায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাকটর মোঃ নুরুজ্জামান, ইন্সট্রাকটর সামিউস সাকিবসহ প্রশিক্ষণার্থীরা।
সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ বলেন, অত্র প্রতিষ্ঠান হতে ২০১৭ সালের জানুয়ারী থেকে এই প্রশিক্ষন শুরু হয়ে ৪২ টি দেশে প্রায় ৩৬ হাজারের অধিক পূরুষ ও মহিলা কর্মী প্রশিক্ষন গ্রহন করে বিদেশ গমন করেন।আমরা এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের পাশা-পাশি বিভিন্ন ট্রেডে বিভিন্ন কোর্সের উপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষন দিয়ে থাকি। যা গ্রহন শেষে দেশে- বিদেশে চাকুরী করছে। আমরা এই প্রতিষ্ঠানে এই প্রশিক্ষনের মাধ্যমে বিদেশ গমনের পূর্বে অবশ্যই করনীয় বিষয়াবলী, বিদেশগমন লাভজনক কি না যাচাই করা।ভ্রমনকালীন আনুষ্ঠানিকতা, অভিবাসী কর্মীদের কাজ সম্পর্কিত বিষয়াবলি, কাজের চুক্তি পত্র, কর্মক্ষেত্রে ঝুকি মোকাবেলার উপায়,ব্যক্তিগতস্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা বিদেশে অভিবাসী শ্রমিকদের অধিকারসমূহ, গন্তব্যদেশে অবস্থিত দূতাবাসের ঠিকানা বিদেশে অর্জিত রেমিট্যান্স দেশে প্রেরন ও অর্থ ব্যবস্থাপনাসহ নিদিষ্ট সময় অভিবাসন শেষে নিরাপদ দেশে ফিরে আসার সম্পর্কে সচেতন করে থাকি।