আমার নিউজ ডেস্ক,
আজ থেকে আবারও করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে।
শনিবার (১৯ জুন) বৃষ্টিভেজা সকালে রাজধানীর ৪টি সরকারি মেডিক্যাল কলেজে চীনের উপহার দেওয়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মহা-পরিচালক জানান, আজ সকাল থেকে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলার নির্দিষ্ট কেন্দ্রে টিকা পৌঁছানো হয়েছে। রাজধানীর চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।
এগুলো হচ্ছে— ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এদিকে, বেলা ১২টা পর্যন্ত মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫ জন মেডিক্যাল শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। আজ এখানে ৪৬ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে।
মুগদার চেয়ে ঢাকা মেডিক্যালে ভিড় বেশি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার ডা. নাজমুল হক বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডেলটা ভেরিয়েন্ট তাণ্ডব শুরু করেছে। ঢাকাতেও যে সেই তাণ্ডব হবে না, তার নিশ্চয়তা নেই।’
হাসপাতাল পরিচালক জানান, এখানে নার্সিং ও মেডিক্যাল শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। চীন থেকে উপহার পাওয়া সিনোফার্মের ১১ লাখ টিকা দেওয়া যাবে সাড়ে ৫ লাখ মানুষকে।
দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।