আগের ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ইতালি। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোববার (২০ জুন) ওয়েলসের মুখোমুখি হয় তারা। এই ম্যাচেও ১-০ গোলে জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে তিন ম্যাচের তিনটিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেল আজ্জুরিরা। অন্যদিকে ইতালির কাছে ১-০ গোলে হেরেও নকআউট পর্বের টিকিট পেয়েছে ওয়েলস। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।
শেষ ম্যাচে সুইজারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে তুরস্ককে। ৩ ম্যাচ থেকে তাদেরও হয়েছে ৪ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলো নিশ্চিত হয়নি তাদের। তবে তৃতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে আছে শাকিরিদের।
রোববার ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ৩৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ইতালির মাতেও পেসিনা। এ সময় ফ্রি কিক পায় ইতালি। ফ্রি কিক থেকে নেওয়া পেসিনার শট জালে জড়ায়।
বিরতির পর ৫৫ মিনিটে ওয়েলসের ইথান আম্পাদু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ওয়েলস। কিন্তু ১০ জনের বিপক্ষেও আর জালের নাগাল পায়নি ইতালি। তাতে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এদিকে তুরস্কের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটের মধ্যে হ্যারিস সেফেরোভিচের গোলে লিড নেয় সুইজারল্যান্ড। ২৬ মিনিটের মাথায় জাদরান শাকিরি গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইসরা। বিরতির পর ৬২ মিনিটে তুরস্কের ইরফান কাহভেচির গোল করে ব্যবধান কমান। কিন্তু ৬৮ মিনিটে শাকিরি আবার গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। আর আশা জিইয়ে রাখে পরবর্তী রাউন্ডের।