1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

জন্মদিনে মেসির সঙ্গে বার্সার চুক্তির ঘোষণা!

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটতে চলেছে। ফরাসি গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, এই সপ্তাহেই এলএমটেনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে কাতালান ক্লাব।

লে১০ স্পোর্ট বলছে, বৃহস্পতিবার এই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে চান বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। এই দিন মেসির ৩৪তম জন্মদিন। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর প্রতিনিধির সঙ্গে এই ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে বলে খবর।

আগামী ৩০ জুন আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শেষ হবে। গত আগস্টেই মেসি ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রিলিজ ক্লজ জটিলতার কারণে অনিচ্ছা সত্ত্বেও থেকে যান ৩৩ বছর বয়সী তারকা।

মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনায় পথচলা শুরু হয় মেসির। ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড ৬৭২ গোল তার। বর্তমানে দেশের হয়ে কোপা আমেরিকায় খেলছেন তিনি। ‘এ’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তার দল।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury