আমার নিউজ ডেস্ক,
গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর দর্শক-শ্রোতাদের সুখকর প্রতিক্রিয়া পাননি হিরো আলম। ভীষণ সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু তাতে থেমে যাননি। বরং বিপুল উদ্যোমে বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, আরবি, চাইনিজ ভাষার গান কণ্ঠে তুলেন। এবার আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে গাইলেন হিরো আলম।
বুধবার (৭ জুলাই) মুক্তি পেয়েছে ‘মেসি মেসি আমরা ভালোবাসি’ শিরোনামের গানটি। এটি নিয়ে তৈরি হয়েছে ভিডিও। যা হিরো আলমের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৭ হাজার। বরাবরের মতো এবারো নেটিজেনরা মন্তব্য করে নিজেদের ভাবনার কথাও জানাচ্ছেন।
ব্রাজিলের ফুটবল তীর্থ মারাকানায় কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি। আগামী ১১ জুলাই দেশের জার্সিতে ফাইনালের মঞ্চে প্রথমবারের মতো দেখা হবে দুই লাতিন জাদুকর মেসি ও নেইমারের। ঠিক এই সময়ে মেসিকে নিয়ে হিরো আলমের গাওয়া গান ফুটবলপ্রেমীদের মনে আলাদা রসদ জুগিয়েছে।
সব মাধ্যমেই তুমুল আলোচিত হিরো আলম। সমালোচনা তাকে কখনো স্পর্শ করে, কখনো করে না। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েও সংবাদ শিরোনামে আসেন তিনি। এর আগে ‘সাহসী হিরো আলম’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেও হয়েছেন আলোচিত-সমালোচিত।