মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জের ঘিওরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কার্তিক চন্দ্র (৭০) নামক এক চাউল ব্যবসায়ী মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৬ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার মৃত্যু হয়।