1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

করোনা টিকার নিবন্ধনে বয়সসীমা ১৮ করার পরিকল্পনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)


আমার নিউজ ডেস্ক,

করোনাভাইরাসের টিকা নেওয়ার জন‌্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল‌্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ঢাকা মেডিক‌্যাল কলেজ হাপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেছেন, ‘নিবন্ধনের বয়সসীমা কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা চিন্তা করছি, এটা কমিয়ে আনার। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।

শিক্ষার্থীদের ক্লাসে পাঠানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর করার যুক্তি হলো—আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের জীবনের একটি বছর নষ্ট হয়েছে। তারা স্কুল-কলেজে যেতে পারছে না। এটি দেশের জন্য, জাতির জন্য ঝুঁকি হয়ে যাবে। সেজন্য এই বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছি।

আগামীতে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে গ্রামের লোকদের টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ‌্যমন্ত্রী।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury