1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

মুশফিক-সাকিবের ঈদ শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪০৫ বার দেখা হয়েছে

সারা বিশ্বে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। জাতীয় দলের ক্রিকেটাররাও তাতে শামিল হয়েছেন। ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেছেন দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সোশ্যাল মিডিয়ায় তারা ভক্ত সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।

জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। তবে সময়টা ভালো যাচ্ছে না তার। করোনায় আক্রান্ত বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন। জানিয়েছেন ঈদ শুভেচ্ছ। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক ‍খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তা বিধি মেনে চলুন। চলুন দুঃস্থদের প্রতি সহায় হই এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।’

তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা-মা সেরে ওঠার পথে, এজন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ। তাদের জন্য যারা দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার পরিবার আমার কাছে অনেক কিছু। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।‘

সাকিব আছেন জিম্বাবুয়েতে। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় সতীর্থদের সঙ্গে ঈদ করছেন সেখানে। ভক্তদের শুভেচ্ছা জানালেন ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।

জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক।

 

/মহিদ

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury