আগামী কাল থেকে কঠোর লকডাউনের ঘোষনা হওয়ায় ঈদ ফেরত মানুষের অতিরিক্ত চাপ পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরি ঘাট এলাকায়। ঈদে শেষে ঘরমুখো মানুষ ছুটছে কর্মস্থলে। কাল থেকে লকডাউনের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে কেউ জানে কাল থেকে আবার কেউ বলছে ২৭ তারিখ থেকে। তবে দুর্ভোগ ছাড়াই মানুষ বাড়ি ফিরছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো জিল্লুর রহমান বলেন,গত বুধবার দিনগত রাত ৪টা থেকে যাত্রী ও যানবাহন না থাকায় তিনটি ফেরি চলাচলের জন্য রেখে বাকী ফেরিগুলো সরিয়ে রাখা হয়। আজ সকাল ১১ টা থেকে যাত্রী ও যানবাহনের চাপ পড়ায় সবগুলো ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এই নৌরুটে ১৭ টি ফেরির মধ্যে ১৬ ফেরি চলাচল করছে। নদী শান্ত ও পর্যাপ্ত থাকায় খুব সহজেই ঘাট পারি দিয়ে বাড়ি ফিরছে।