স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৫টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৫৬ দশমিক ৯২ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে আছেন ১৪ জন, ঘিওরে আট জন, শিবালয়ে সাত জন, সিংগাইরে ছয় জন, হরিরামপুরে একজন ও সাটুরিয়ায় একজন।
সবশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৮৫ জন ও জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭১ জন।