1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

হরিরামপুরে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪০৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামে নব প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(২৬জুলাই) দিনব্যাপী বাহিরচর পূর্বপাড়া মাঠে ৪টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় নুরুল ইসলাম বিশ্বাসের ‘যমুনা’, আলম শিকদারে অদম্য ‘রুপসা’, দেলোয়ার বিশ্বাসের ‘পদ্মা’ ও মীর আলমগীরের ‘ইছামতি’ নামের দলগুলো অংশগ্রহণ করেন।

খেলার শুরুতে টসে জিতে ‘পদ্মা’ বনাম ‘যমুনা’ দলের ম্যাচ শুরু হয়। এতে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ‘যমুনা’।

এরপর ‘রুপসা’ বনাম ‘ইছামতি’ দলের মধ্যে ১-০ গোলে জয়লাভ করে ‘ইছামতি’।

পড়ে বিকেলে টুর্নামেন্টের ফাইনালে ‘ইছামতি’ দল ২-১ গোলে ‘যমুনা’ দলকে হারিয়ে ট্রফি জিতে নেন।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও হরিরামপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক সালাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আলাউদ্দিন, প্রভাষক ফরিদুর রহমান, নব প্রত্যয় ফাউন্ডেশনের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার বিপ্লব প্রমুখ।

এসময় খেলা পরিচালনা করেন সাবেক ক্রীড়াবিদ আওলাদ হোসেন বিশ্বাস, ধারাভাষ্যে ছিলেন কাজী মিজান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury