1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে সোনা জিতলেন বাটারফ্লাই কুইন ইউফেই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

টোকিও অলিম্পিকের সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন চীনের বাটারফ্লাই কুইন খ্যাত ঝ্যাং ইউফেই।  এর আধঘণ্টা না যেতেই ২০০ মিটার ফ্রি-স্টাইলেও সোনা জেতেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ইউফেই ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নেন মাত্র ২ মিনিট ০৩ দশমিক ৮৬ সেকেন্ড। তিনি ভেঙে দেন ২০১২ সালে গড়া তার স্বদেশী জিয়াও লিউইয়াংয়ের রেকর্ড। লিউইয়াং সময় নিয়েছিলেন ২ মিনিট ০৪ দশমিক ০৬ সেকেন্ড।

২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা রূপা ও ব্রোঞ্জ দুটোই জেতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ ও হ্যালি ফ্লিকিনিয়ার। রেগান সয় নেন ২ মিনিট ৫ দশমিক ৩০ সেকেন্ড আর হ্যালি নেন ২ মিনিট ০৫ দশমিক ৬৫ সেকেন্ড।

এরপরেই ৪*২০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জেতেন ইউফেই। এই দিনে এটি তার দ্বিতীয় সোনা। এর আগে ১০০মিটার বাটারফ্লাইয়ে রূপা জিতেছিলেন ইউফেই।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury