স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডভোকেট সাদেকুল ইসলাম সোহার উদ্যোগে বর্তমান (ঘিওর-দৌলতপুর) মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দূর্জয়ের পিতা একই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এ এম সায়েদুর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র রমজান আলীর একমাত্র ছেলে রামিম ইবনে রমজানের মৃত্যুবাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জুলাই শনিবার বেউথা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডভোকেট সাদেকুল ইসলাম সোহা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম বাবু, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মনির হোসেন ইমনসহ অন্যান্য বক্তিবর্গ ।