1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

‘৭ আগস্ট থেকে প্রত্যেক ইউনিয়ন-ওয়ার্ডে টিকা দেওয়া হবে’

  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৭৪ বার দেখা হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী ৭ আগস্ট থেকে সাত দিনের জন্য দেশের প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে করোনার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সাত দিনে আমরা প্রায় ১ কোটি টিকা দেবো। আমাদের হাতে সোয়া কোটি টিকা আছে। আরও ১ কোটি টিকা আমাদের হাতে আসবে। এখন থেকে টিকা কর্মসূচি চলমান থাকবে।’

মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় আক্রান্ত সবাইকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। হালকা ও মাইল্ড কেসের রোগীদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি। সেখানে ডাক্তার, নার্স ও ওষুধপত্র থাকবে। অক্সিজেনের ব্যবস্থাও আমরা রাখব।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়েছে। আইসিইউ অলরেডি ৯৫ শতাংশ ফুরিয়েছে। আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেখানে ইমেডিয়েটলি আমরা হয়তো ৫০০ শয্যা রেডি করতে পারব। পরে তা ১ হাজার শয্যায় উন্নীত করা হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশে স্থানীয়ভাবে টিকা উৎপাদন করার ওপর জোর দেওয়া হয়েছে।  চীনের সিনোফার্ম এবং বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। টিকা উৎপাদনের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। আমরা খুব দ্রুত একটা সুসংবাদ দিতে পারব।’

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury