1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ দলকে স্পিকার, ডেপুটি স্পিকার ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স:

অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ রানে জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অন্যান্যরা।

সোমবার (৯ আগস্ট) মিরপুরে ৫ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশ ৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এর আগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা পরপর তিন ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা,  কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তারা বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর পঞ্চম ম্যাচেও টাইগাররা সে ধারাবাহিকতা ধরে সিরিজ জয় নিশ্চিত করেছে। আশা করছি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা পরবর্তী সিরিজগুলোতেও বজায় রাখতে সক্ষম হবে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও  মঙ্গল কামনা করছি।’

এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,   ‘বাংলাদেশের সোনার ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জিতেছে। আশা করি ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দাপুটে জয় অন্যান্য দেশের বিপক্ষে আগামী দিনের সিরিজগুলো বাংলাদেশকে আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury