মহামারী করোনাভাইরাসের সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে দরিদ্র জনগোষ্ঠীর ৮৮ জনকে দুই হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার টাকার এই মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এএসএম মো: আবদুল লতিফ, সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: আফজাল হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বলেন, সোনালী ব্যাংক সারাদেশের মত মানিকগঞ্জেও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে এসেছে। করোনার সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার কারণে সোনালী ব্যাংক কেন্দ্রীয় সহায়তার অংশ হিসেবে শাখা ভিত্তিক মানবিক সহায়তা প্রদান করছে। এই ধরণের সহায়তা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে।
একইভাবে দরিদ্র জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, আপনাদেরও সামাজিক দায়বদ্ধতা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। কঠোর বিধিনিষেধ তুলে নেয়া হলেও প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অতিমারি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। মাস্ক না পরলে কোন ধরনের রাষ্ট্রীয় সেবা দেয়া হবে না।
এছাড়া মাস্ক না পরে চলাচল করলে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।