1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

মেসিকে সপরিবারে বাসায় থাকার আমন্ত্রণ রামোসের!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

দুই দিন হলো প্যারিসে এসেছেন লিওনেল মেসি। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে উঠেছেন একটি হোটেলে। প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি শেষেও সেখানেই আছেন। বাসা খুঁজে পেতে হয়তো সময় লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজ বাসায় সপরিবারে মেসিকে থাকার আমন্ত্রণ জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী থেকে সতীর্থ হওয়া সার্জিও রামোস।

লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়ক এখন পিএসজিতে। বেশ কয়েক সপ্তাহ আগেই রামোস পিএসজির সঙ্গে চুক্তি করে ফেলেছেন। ফরাসি সংবাদমাধ্যম এল পাইস’এর প্রতিবেদন অনুযায়ী, রামোস মেসিকে বলেছেন, তিনি যদি হোটেলে থাকতে না চান তাহলে সপরিবারে তার বাড়িতে যেন ওঠেন।

মেসি এখন আছেন হোটেল লে রয়্যাল মনকেয়াউতে। পিএসজির সঙ্গে চুক্তি করা বড় তারকারা বাসা খুঁজে না পাওয়া পর্যন্ত এখানেই থাকেন।

এভিনিউ হোশেতে অবস্থিত এই হোটেলটি শ্যাম্পস এলিসিসের একেবারে কাছে এবং চুক্তি করার পর রামোস অল্প সময়ের জন্য সেখানেই ছিলেন। জানা গেছে, স্প্যানিশ সেন্টার ব্যাক পরে উঠেছেন নিউলি-সুর-সেইনের একটি বাসায়, যেখানে অ্যাঞ্জেল ডি মারিয়া ও মারকুইনহোসরা থাকেন।

১৬ বছর ধরে যারা ছিলেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী, তারা এখন একসঙ্গে মাঠ দাপিয়ে বেড়াবেন। তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অবশ্য এর আগেও মেসিকে নিজ বাসায় থাকার আমন্ত্রণ জানান রামোস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি শেষ হওয়ার আগ দিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, রিয়ালে কি যেতে পারেন মেসি? তখনকার রিয়াল অধিনায়ক বলেছিলেন, ‘মাদ্রিদে আমি মেসিকে গ্রহণ করবো কি না? কোনও সন্দেহ নেই। আমি তাকে আনন্দের সঙ্গে স্বাগত জানাবো (রিয়ালে)। প্রয়োজন পড়লে প্রথম কয়েক সপ্তাহ আমি তাকে নিজের বাসায় রাখবো।’

একই সাক্ষাৎকারে মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রামোস, ‘মেসির সেরা বছরগুলোতে আমাদের অনেক ভুগতে হয়েছিল। সে সতীর্থ হলে তার মুখোমুখি আর হতে হবে না, এটা ভালো দিক। সে আমাদের জয় ও আরও বেশি সাফল্য পেতে সহায়তা করবে।’

নিয়তি এবার তাদের সত্যিই সতীর্থ বানিয়ে দিলো এবং আগের মতোই মেসিকে বাসায় থাকার আমন্ত্রণ জানালেন রামোস।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury