স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় পৌরসভার নয়াকান্দি এলাকায় জেলা ক্রীড়া সংস্থার কয্যকরী সদস্য মো: আনোয়ার হোসেনের আয়োজনে পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজ্ঞ পিপি আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডঃ আবু বক্কর সিদ্দিক খান তুষার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক হবিবুর রহমান মাষ্টার , জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম পারভেজ, পৌর যুবলীগ নেতা আতিকুর রহমান জিয়া , জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল সাহা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নজরুল হাসান কাল্লেস।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মো: রমজান আলী বলেন, বঙ্গবন্ধুর গুনের কথা বলে শেষ করা যাবে না।বঙ্গবন্ধুুর জন্ম না হলে এই স্বাধীন ভূগন্ড পেতাম না। স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধুকে র্নিমমভাবে হত্যা কারবালার হত্যাকেও হার মানায়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার। তার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধুর স্মৃতিচারণ শেষে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।